শীর্ষ সন্ত্রাসী জিসান মুক্তির খবর ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সন্ধায় রাজধানীর বাড্ডায় শুভ প্রবারণা পূর্নিমা ও ফানুস উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন, শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাই থেকে গ্রেপ্তারের বিষয়টি সত্যি। তবে তার মুক্তির বিষয়ে গনমাধ্যমে প্রচারিত খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিসানকে দেশে ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া আগামীতে দুর্নীতিবাজ, ক্যাসিনো, টেন্ডারবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

আইএনবি/বিভূঁইয়া