এক আসামি ধরতে গিয়ে ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরের চৌবেপুর থানার ডিক্রু গ্রামে শুক্রবার (৩ জুলাই) ভোর রাতে এক আসামিকে ধরতে গিয়ে নিহত হয়েছেন ডেপুটি সুপারসহ আট পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতাকে খুন সহ ৬০টিরও বেশি মামলা রয়েছে কুখ্যাত বিকাশ দুবের বিরুদ্ধে। তাকে ধরতে অভিযানে যায় উত্তরপ্রদেশ পুলিশ।

ভোরে কানপুরের চৌবেপুর থানা এলাকায় ডিক্রু গ্রামে পুলিশ ঢুকতেই তাদের লক্ষ্য করে শুরু হয় এলোপাথারি গুলি। বিভিন্ন বাড়ির ছাদ থেকে গুলি ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্র সহ তিন সাব-ইন্সপেক্টার ও চার পুলিশ কনস্টেবলের। হামলাকারীরা পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি এইচ সি অবস্থি জানিয়েছেন, পুলিশ গাড়ি থেকে নামতেই গুলি ছোড়া শুরু হয়। পাল্টা গুলি চালায় পুলিশ কিন্তু দুষ্কৃতিকারীরা ওপরের দিকে থাকায় সুবিধা পেয়ে যায়। এনকাউন্টারে আট পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আইএনবি/বি.ভূঁইয়া