রগুনায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারী বর্ষণ শুরু

প্রতিনিধি: রগুনাসহ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে। উপকূলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সাতটি উপকূলীয় জেলার জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পরপরই মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য দিনব্যাপী মাইকিং করা হচ্ছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন জেলা পরিষদ ও প্রশাসন।

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থানরত মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে।

আইএনবি/বিভূঁইয়া