আইএনবি ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে কন্টেইনারবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের মাহাদি হাসান লিমন (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
ওই শিক্ষার্থী গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোজাম্মেল হকের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে লিমন ছিলেন দ্বিতীয়।
ঢাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ বলেন, ঘটনাটি মধ্যরাতের। মাহাদি হাসান নামের ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে গতকাল রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল। আন্দোলনের অংশ হিসেবে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন।
আইএনবি/বিভূঁইয়া