চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর মাঠে বিজিবির মাদকবিরোধী অভিযানে ৮’শ ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি।
সোমবার সন্ধ্যায় এ সব ফেনসিডিল উদ্ধার করা হয়।
খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় খালিশপুর ব্যাটালিয়নের অধিনস্থ ধোপাখালী বিওপির টহল টিমের সদস্যরা জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮’শ চৌত্রিশ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
তিনি আরো জানান, চোরাকারবারিরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক দ্রব্য গুলো ফেলে পালিয়ে যাওয়ায় এঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হইনি।
আইএনবি/বিভূঁইয়া