৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে রত্নাই ব্রীজ এলাকা থেকে মমিদুল ইসলাম (৩০) নামে ব্যবসায়ীকে ৭ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।

আটক মমিদুল ইসলাম রংপুর শহরের ঝানকি এলাকার আব্দুস সোবাহানের ছেলে । শুক্রবার সকালে সদর থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কুড়িগ্রাম থেকে ধরলা শেখ হাসিনা সেতুতে মাদকদ্রব্য পাচার হচ্ছে। দেরি না করে রাতেই সেখানে গিয়ে সন্দেহজনকভাবে মমিদুল ইসলামকে আটক করে তার শরীর তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা উদ্বার করি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় আটক মমিদুলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জানান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক ।

আইএনবি/সম্পাদনা-বিভূঁইয়া