৭ ব্যবসায়ীকে আটক লবণের দাম বেশি রাখায়

আইএনবি নিউজ: রাজধানীর ধানমন্ডি হাজারীবাগ এলাকায় লবণের দাম বেশি রাখায় ৬ খুচরা ব্যবসায়ীকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

 

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহিল কাফি মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, কোন কারণ ছাড়া লবণের দাম বেশি রাখায় এই ছয় খুচরা ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা প্রতি কেজি লবণ ১২০ টাকা ১৩০ টাকা করে রাখছিল। তাছাড়া ওই লবণের দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে।

আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তারা লবণের দাম বেশি রাখার কোন কারণ দেখাতে পারেনি।

একই অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে আরেকজনক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া