শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে প্রতিবেশী শিশির নামের এক ১৪ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে ।
গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৪ অক্টোবর) মেয়েটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের ইদ্রিস ফকিরের ছোট ছেলে শিশির (১৪) বলে জানা যায়। তারা সম্পর্কে দূর সম্পর্কের চাচাতো ভাইবোন।
মেয়ের বাবা বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়েকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ইদ্রিস ফকিরের ছেলে শিশির তার ঘরে পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। আমি বিষয়টি দুই পরিবার বসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু শিশির এর পরিবার উল্টো আমাকে হয়রানি করছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারি বলেন, এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছে। আমরা মেয়েকে হেফাজতে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছি।
আইএনবি/বি.ভূঁইয়া