লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিচতালুক এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো: রবিউল হোসেন (১৩) নামে এক কিশোর আটক হয়েছে।
রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত কে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। আটক রবিউল একই এলাকার ভাড়াটিয়া বাসার মোস্তাক আহমদের পুত্র।
শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশুকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে বিষয়টি চুপ রাখে পরিবার। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তারা থানায় অভিযোগ করেন।
লোহাগাড়া থানা পুলিশের ওসি জাকের হোসাইন মাহমুদ জানায়, থানাহাজতে থাকা অবস্থায় কিশোরটি পুলিশের কাছে প্রাথমিক অবস্থায় ধর্ষণের কথা শিকার করেছে।
আইএনবি/বিভূঁইয়া