৬৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-১২ সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যারে এএসপি প্রনব কুমার সরকার।

আটকরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় মহাজিদপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. রাসেল মিয়া (২৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের বয়তুল্লার পুত্র মো. মমিনুল ইসলাম (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া