আইএনবি নিউজ: রাজধানীর শাহআলী থানাধীন এলাকা থেকে মো. আরিফুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক ৬০০ বোতল ফেনসিডিলসহ করেছে র্যাব-৪।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে র্যাব-৪ এর একটি দল শাহআলী থানাধীন নবাবেরবাগ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক এবং একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মো.আরিফুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক ব্যবসায়ী মো.আরিফুল দিনাজপুর জেলার হিলি এলাকা থেকে প্রায়ই ট্রাকভর্তি পাথরের নিচে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করে ঢাকাসহ আশপাশ এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে থাকে।
আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া