৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারি উঠবে নতুন বই

আইএনবি নিউজ: নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে গত ১০ বছর ধরে সরকার। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি এবং দাখিলের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সূত্র: দৈনিক অধিকার

২০২০ সালের ১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা। ইতি মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে বই পৌঁছে গেছে। ২০২০ সালের ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর মাধ্যমে সারাদেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ করা হবে।

১ জানুয়ারি সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাভারের অধন চন্দ্র উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

মুদ্রণ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গত বছর বই ছাপতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছিল। এবার সিন্ডিকেট কিছুটা ভেঙে দেওয়ায় সরকারের প্রায় শত কোটি টাকা সাশ্রয় হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া