কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ যাত্রীবাহি বাস তল্লাশি করে ইয়াবাসহ আবদুর রহমান (৩৮) নামের এক পাচারকারিকে আটক করেছে ।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে শনিবার (২ নভেম্বর) এসব ইয়াবা সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আবদুর রহমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া গারাগিয়া রঙ্গিনপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবু আবদুল্লাহ জানিয়েছেন, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাসে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে শনিবার রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর গাড়িটি ঘটনাস্থলে এলে থামানো হয়। পরে তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তির কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ইয়াবার পুটলা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া