৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

আর্ন্তজাতিক ডেস্ক:ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এক কিশোরীকে  ছয় মাস ধরে ৪০০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।  এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মা মারা যান। প্রায় আট মাস আগে তার বিয়ে দিয়ে দেন বাবা। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে। স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের এই ঘটনা ঘটে।

শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে ভুক্তভোগী কিশোরী বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েকবার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’

আইএনবি/বিভূঁইয়া