আইএনবি নিউজ: রাজধানীর বংশালে খোকন খান (৪২) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বংশাল থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় বংশালের কে.এম আজম লেন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর রমনা, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া