৩১৬টি চাবিসহ এক নারী চোর গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ্ কলোনীর একটি বাসার ৪র্থ তলার তালা কৌশলে নকল চাবি দিয়ে খুলে ফেলে বাসায় প্রবেশ করে মালামাল চুরি করার প্রস্তুতি গ্রহণকালে ৩১৬টি চাবিসহ এক নারী গ্রেপ্তার।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল হতে রোকসানা বেগম (২৮) আটক করে।  সে মৃত আকতার হোসেন আলী মেয়ে এবং স্বামী-রবিউল ইসলাম।

আটককৃত মহিলা আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে বলে স্বীকার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মহিলা আসামি স্বীকার করে, সে সংঘবদ্ধভাবে আরো পলাতক ও অজ্ঞাত সহযোগীসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে নকল চাবি দ্বারা বাসার তালা খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মালামাল চুরি করে থাকে।

আসামি একজন পেশাদার চোর এবং দীর্ঘদিন যাবত চুরি করিয়া আসছে বলে জানা যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে।

এসংক্রান্তে আকবরশাহ্ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া