চুয়াডাঙ্গা প্রতনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রঘুনন্দনপুর গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাতে আটকৃতদের থেকে নগদ ৪০ হাজার টাকা, ৩টি মোটরসাইকেল ও জুয়া খেলার সরঞ্জামসহ উদ্ধার করেন।
আটক জুয়াড়িরা হচ্ছে, জীবননগর থানা এলাকার আব্দুল হাকিম (৩৫), ইছাহাক আলী (৩৪), মুরাদ (৪২), আলামিন (৩৫), লিটন (৩২), মানিক (৩০), আলফাজ (৪০), আ. মান্নান (৪২), সোহ্গা (২৮), ওলিয়ার (৪০), জাহিদ (৩৮), জামান (৩২) ও মিলটন (৩৪)।
পুলিশ সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে এসআই সাইদুজ্জামান ও এসআই গাফফার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাঁকা ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের আবুল কাশেমের বসত বাড়ীর সংলগ্ন গরুর ফার্মে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়াড়িকে আটক করেন। এ ব্যাপারে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া