কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ রোববার রাতে উপজেলায় দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছেন র্যাব। গ্রেপ্তার মো. আবুল কালাম (২০) মিয়ানমারের মংডু শহরের মাংগালা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
উপজেলার হ্নীলা ইউনিয়েনের জাদিমোরার মোহাম্মদ হাসানের বাড়ির দক্ষিণ পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফস্থ র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ-কক্সবাজার সড়কের পূর্ব পাশে খালি জায়গায় মিয়ানমার থেকে আনা ইয়াবার চালান ক্রয়-বিক্রয়ের খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক মো. আবুল কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া