চট্টগ্রাম প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন নতুন চান্দগাঁও এলাকা থেকে শুক্রবার (০১ নভেম্বর) রাতে ২৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, মো. আরিফ (২৬), মো. ইভান (৩৮) ও মো. আলমগীর (৩১)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমে বলেন, নতুন চান্দগাঁও এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
আইএনবি/বিভঁইয়া