২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল

আইএনবি নিউজ:শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিশ্চিত করেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণ ছুটি ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানেনো হয়েছে, সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস খুলবে আগামী ২৬ এপ্রিল।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সাধারণ ছুটি সাতদিন বেড়েছে। সঙ্গে চারদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ৫ এপ্রিলের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামি ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সঙ্গে আগামি ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হবে।

আইএনবি/বিভূঁইয়া