২৩৩০লিটার চোলাই মদ উদ্ধার, ৬ জনের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রোববার রাতে র‌্যাবের অভিযানে শহরের আনন্দ বাজার এলাকা থেকে ২৩৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। দেশীয় চোলাই মদ বিক্রি করার দায়ে ছয়জনকে সাজা দিয়েছে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- সীতানগরের জোটন ঋষি, বিমল ঋষি, সুশীল ঋষি, শিমরাইলকান্দির বিমল ঋষি, সুবল ঋষি, সজল ঋষি। এসময় ভ্রাম্যমাণ পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আনন্দবাজার থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় দুই ২৩৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া