কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া ২২ জেলেকে শর্ত দিয়ে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ১৩ ঘণ্টা পর সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান জেলেরা। কোস্টগার্ডের প্রচেষ্টায় চার ট্রলারসহ মাঝি মাল্লাদের ফিরে আনা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, কোস্টগার্ডের প্রচেষ্টায় ট্রলারসহ জেলেদের মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরে আনা হয়েছে। জেলেরা সুস্থ আছে।
উল্লেখ্য, শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সেন্টমার্টিনের পূর্বদিক থেকে দুই দফায় মাছ ধরার সময় সেন্টমার্টিন এলাকার নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন চারটি ট্রলার ও ২২ মাঝিমাল্লাকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা স্পিড বোটে এসে ধরে নিয়ে যায়।
আইএনবি/বিভূঁইয়া