২১তম স্প্যান বসল পদ্মা সেতুতে

আইএনবি নিউজ: ২১তম স্প্যান পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাজিরা অংশের ৩২ এবং ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হলো স্প্যানটি। এর মাধ্যমে পদ্মা সেতুর তিন কিলোমিটার বেশি দৃশ্যমান হলো।

এর আগে সকাল ৯ টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে থেকে ক্রেনের মাধ্যমে স্প্যানটি নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে পিলারে স্প্যান বসানো সম্পন্ন হয়।

পদ্মা সেতু প্রকল্পে এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়,’ সকাল থেকে কুয়াশার কারণে স্প্যান বসায়ে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে স্প্যান বসানোর কাজ এগিয়ে নিতে থাকে কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া