ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় র্যাব-১৪ বিশেষ অভিযান পরিচালনা করে তল্লাশি চৌকি বসিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
সোমবার রাতে অভিযানে আটকৃতরা হলেন, সিলেট জেলার বিয়ানি বাজার এলাকার শরফ উদ্দিন (৩৫) ও মৌলভীবাজার জেলার বড়লেখা মনাই মিয়া (৩৫)। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসটি আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল তল্লাশি চৌকি স্থাপন করে মাইক্রোবাস তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এসময় মাইক্রোবাসসহ এতে থাকা গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া