২শ মণ জাটকাসহ আটক ১২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রোববার (১৫ ডিসেম্বর) পানপট্টি বাজারে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে থেকে ২০০ মণ জাটকাসহ ১২ জনকে আটক করেছে র‍্যাব।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন আটককৃত মাছ ব্যবসায়ীদের প্রত্যেককে দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত জাটকা ২০টি এতিমখানায় বিতরণ করেন।

আটককৃতরা হলেন, মো. জুবায়ের (২৮), মো. রোকন উদ্দিন (৪৪), মো. রাইছুল (১৯), দুধা হাওলাদার (৩৫), মো. সোহাগ (২৯), মো. মেজবাহ উদ্দিন(৩০), মো. মাহবুব ফরাজি (৩০), মো. জসিম খান (৩৫), মো. বাহাদুর প্যাদা (৩২), মো. আ: খালেক মোল্লা (৪৫), মো. আলি আজগর (৩৭), মো. আবুল বাশার (৩৫)।

আইএনবি/বিভূঁইয়া