চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি দল অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৮০পিস ইয়াবাসহ মো. সেলিম (২৪) নামে এক যুবককে আটক করে।
আটক সেলিম কক্সবাজারের উখিয়া থানাধীন এলাকার মো. আলীর ছেলে বলে জানা যায়।
র্যাব জানায়, আটক সেলিম একজন মাদক ব্যবসায়ী ও তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৮ লক্ষ ৪০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ সেলিমকে আটক করে। আটককৃত সেলিমকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া