ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বিকালে জেলা শহরের ভাদুঘর এলাকা হতে মোবাইলসহ অবৈধ পথে আনা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৮৯ টি ভারতীয় মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
আটককৃতরা হলেন- জেলার আখাউড়া উপজেলার কালিকাপুরের ইদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই উপজেলার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল(২০)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ভাদুঘর থেকে আটক করা হয়েছে। তারা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় মোবাইল গুলো পাচার করে এনেছে। এই ঘটনায় মামলা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া