১০ মাস বয়সী শিশুর করোনা জয়

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১০ মাস বয়সী শিশু মো. আবির দশ দিন লড়াইয়ের পর জয়ী হয়ে বাড়ি ফিরেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সমন্বয়ক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব জানান, শিশু আবিরের দীর্ঘদিন চিকিৎসা চলে এবং পুনরায় পরীক্ষা করার পর তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ। শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী জানান, আবির সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আবিরের মা জানান, আবির তার দুধ পান করত। তাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার তাকেও করোনাভাইরাস সন্দেহে নমুনা পরীক্ষা করেন। তবে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। তার বাচ্চার চিকিৎসার সময় ডাক্তাররা যথেষ্ট সহযোগিতা করছেন বলে তিনি জানান।

আইএনবি/বিভূঁইয়া