১শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গী থানার মধুমিতা এলাকায় র‌্যাব-১০ একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ।

বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- আকবর আলি, আকাশ শেখ ও আব্দুল মমিন। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৫শ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া