আইএনবি নিউজ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সকাল নয়টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে নানককে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ইসিজি করার পর চিকিৎসকেরা এনজিওগ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পরানো হয়েছে। তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
আইএনবি /এনএম