হামলা হলে ব্যবস্থা নেওয়া ইসির দায়িত্ব

কক্সবাজার প্রতিনিধি : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রচারে হামলা হলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে কক্সবাজারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো প্রার্থী বা প্রার্থীর প্রচারে যদি হামলা হয়ে থাকে, সেটি যার ওপর হয়ে থাকুক না কেন বিষয়টি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।’

তিনি উল্লেখ করেন, ‘এখন আইন প্রয়োগকারী সংস্থা যারা ব্যবস্থা গ্রহণ করে, তারা কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই ন্যস্ত আছেন। যদি কোনো হামলা হয়ে থাকে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে লিংক রোড থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

আইএনবি/বিভূঁইয়া