আইএনবি নিউজ: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা শনিবার (২৮ মার্চ) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । রত্নগর্ভা মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। ২০১৮ সালের জানুয়ারিতে বার্ধক্যে উপনীত হয়ে মৃত্যুবরণ করেন তার বাবা। ক্রিকটাইম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আমাদের বন্ধু হাবিবুল বাশার সুমনের মা আর নেই। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। ফেসবুক
অসুস্থ ও শয্যাশায়ী মাকে দেখতে করোনা আতঙ্কের মধ্যেই কয়েকদিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়িতে গিয়েছিলেনবাশার। মাকে দেখে অল্প কিছুদিন বাড়িতে থেকে আবার ঢাকায় ফিরে পেলেন এ দুঃসংবাদ।
সুমনের বড় ভাই এমদাদুল বাশার রিপন জানিয়েছেন, মা কয়েক বছর ধরেই অসুস্থ্য হয়ে শয্যাশায়ী ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে শরীরটা বেশি খারাপ হয়ে যায়। আজ দুপুর ১টার অল্প সময় পরে আমাদের ছেড়ে চলে গেলেন। জাগো নিউজ
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হাবিবুল বাশার ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসরের পরও যুক্ত ছিলেন দেশের ক্রিকেটের সাথেই। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের গুরুদায়িত্ব পালন করছেন।
আইএনবি/বিভূঁইয়া