হাটহাজারীতে আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের জুনু সওদাগরের কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বল্প পুঁজির হকারদের ২৫টি ব্যাচেলর ঘর ও ফলসহ মালামালের গুদাম আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

আগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত সূত্রে প্রকাশ। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সর্বস্ব হারানো নিম্ন আয়ের এসব লোকজন পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান সাংবাদিকদের জানান, পৌর সদরের বাস স্টেশনের হাজী তফাজ্বল মার্কেট, খালেক কম্পানির গোডাউন ও আবদুর জব্বার মার্কেটে যেকোনো একটি ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে স্বল্প আয়ের মানুষের বিভিন্ন সরঞ্জামাদি, ফলের গোডাউন, টিনশেড ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আইএনবি/বিভূঁইয়া