হবিগঞ্জে তরুণীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে কাটা পড়া এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

নিহত তরুণী উপজেলার সুরাবই গ্রামের আব্দুল মতিনের মেয়ে সীমা আক্তার (২৪)।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো. শফিকুর রহমান বার্তা২৪.কম-কে জানান- শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আইএনবি/বিভূঁইয়া