আইএনবি নিউজ: শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। এখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ইকো হবে। তবে ভর্তি করা হবে কিনা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।
আইএনবি/ এন