বরিশাল প্রতিনিধি:মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা নামক এলাকায় থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম স্বপন (৫২) নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী তাজুল ইসলাম স্বপন বানারীপাড়ার চাখারের মাদারকাঠি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের বানারীপাড়ার দায়িত্বে থাকা সার্জেন্ট মোঃ আসাদ জানান, মোটরসাইকেল যোগে তাজুল ইসলাম চাখার থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো এবং থ্রি-হুইলার মাহিন্দ্রাটি বানারীপাড়ার দিকে আসছিলো। পথিমধ্যে গাবতলা নামকস্থানে উভয়যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাজুল ইসলাম নিহত হন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে প্রায় দেড়ঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
আইএনবি/বিভূঁইয়া