সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবেকর নাম সেতু বিশ্বাস (২৮)। এঘটনায় আহত হয়েছে পলাশ, সোহাগ, সুমন ও বাবু নামের আরো ৪ যুবক।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া নামক স্থানে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হয় প্রাইভেটকারে থাকা গোপালগঞ্জগামী ৫ যাত্রী।

পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেতু বিশ্বাসকে মৃত ঘোষনা করেন। বাকীরা আশংঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সেতু গোপালগঞ্জ শহরতলী মৌলভীপাড়া এলাকার মিন্টু বিশ্বাসের ছেলে।

আইএনিব/বিভূঁইয়া