সড়ক দুর্ঘটনায় বরগুনায় মা-মেয়ে নিহত

বরগুনা প্রতিনিধি: বরগুনার বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেতাগীর কাউনিয়া নামক স্থানে সত্তার নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা (৩৭) ও মেয়ে (৪) নিহত এবং আহত হয়েছে প্রায় ২০ জন। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ।

ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে বরগুনা ও বেতাগী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনার বাংলা এলাকায় প্রায় ৩০জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।

আইএনবি/বিভূঁইয়া