টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের টোল প্লাজা রাস্তার দুইশ গজ পূর্ব দিকে শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহতরা হলো, আ. করিম সরকার (৫৫), উনার স্ত্রী মাতোয়ারা বেগম (৪০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা। আহত ও নিহতরা সবাই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার একাব্বর আলী জানান, আহমেদ পার্সেলের একটি ঢাকাগামী কাভার্ড ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় টোল প্লাজা থেকে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে মারা যায় এবং আরো ৫ জন আহত হয়।
আইএনবি/বিভূঁইয়া