স্বামী খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধু

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে স্বামীর খোঁজে এসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীকে চরফ্যাশন থানা পুলিশ উদ্ধার করেন। মঙ্গলবার রাতে এ অভিযোগ পুলিশ ২ যুবককে আটক করেছে। এ ঘটনায় চরফ্যাশন থানায় তিনজনকে আসামি করে ওই গৃহবধূ মামলা করেন। বুধবার আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

ওই গৃহবধূর বাড়ি কিশোরগঞ্জে। তিনি দুই সন্তানের জননী। গ্রেপ্তার দুজন হলেন চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নয়ন মিস্ত্রি (২৩) ও মনির মাঝি (২৫)। নয়ন পেশায় রিকশাচালক। তাঁদের পাশাপাশি মোসলেহ উদ্দিন নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। রাসেল নামের এক আসামি এখনো পলাতক বলে পুলিশ জানিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া