স্বাধীন বাংলা সাহিত্য সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার কবি এস এম শাহনূর

স্টাফ রিপোর্ট: গতকাল ১২ ফেব্রুয়ারী ২০২১ রোজ শুক্রবার ঢাকাস্থ(আই ই আর) ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি,

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কে এম সফর আলী।

কুরআন তেলাওয়াত করেন মাওঃ নুরুল হুদা নুরী, ধর্ম বিষয়ক সম্পাদক স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ ।

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা আধ্যাত্মিক লেখক মুন্সী কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন দৈনিক জবাবদিহির উপদেষ্টা সম্পাদক-একুশে পদক প্রাপ্ত শুদ্ধতার কবি অসীম সাহা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন গবেষক ও মানবাধিকার কর্মী ডক্টর আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ হিস সাকী, কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ,। কবি মোসলেহ উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রিয়জন সাহিত্য পরিষদ, লেখক মাজহার মান্নান, কবি হানিফ খান, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা ড. এম হেলাল,ড. খাঁন আসাদুজ্জামান আসাদ, কবি এম আর মঞ্জু প্রমুখ।

সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার তারুণ্যের কবি খ্যাত লেখক ও আঞ্চলিক ইতিহাস গবেষক এস এম শাহনূর এবং দেশের অন্যতম সেরা সংগঠন হিসাবে কবির প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ‘তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ কে স্বাধীন বাংলা সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। ।
মাসুম মুহতাদী ও তাসনিয়া রহমানের সঞ্চালনায় সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।