পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আ. মান্নান আদালতে আসামির উপস্থিতিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. খান মো. আলাউদ্দিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের ৭/৮ বছর পূর্বে সাতক্ষীরা জেলার তালা থানার সুবাসিনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের সাথে খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র রেজাউল এর সাথে (উভয়ের দ্বিতীয়) বিয়ে হয়।
গত ২২অক্টোবর ২০১৬ইং তারিখে প্রতিদিনের ন্যায় রাত ১১টারা দিকে খাওয়-দাওয়া সেরে উভয়ই ঘুমিয়ে পড়ে। রেজাউল পারিবারিক কলহের জের ধরে ঐ রাতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ভোর বেলায় শ্রমিক সর্দার এসে তাদের ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে চেয়ে দেখেন গৃহিনী আসমার রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। তার ডাক-চিৎকারে বাড়ির মালিকসহ স্থানীয়রা পুলিশ খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে স্বামী রেজাউলের বিরুদ্ধে মামলা করেন।
আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ, স্বাক্ষীদের জবানবন্দী গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া