স্ত্রীসহ সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শনিবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর প্যারাডাইস হিলস মহল্লায় পারিবারিক কলহের জেরে নিজের তিন সন্তান ও স্ত্রীকে হত্যা করে, স্বামী নিজেও আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেন পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় আহত অপর এক সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান ডিয়াগোর পুলিশ ম্যাট ডবস এক সংবাদ সম্মেলনে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছিল বলে আমরা প্রথমিক তদন্তে জেনেছি। বিচ্ছেদ হওয়ার আগের দিন রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রধান ডেভিড নিস্লিফট বলেন, এই দেশের প্রতিটি শহরে প্রতিদিনই পারিবারিক কলহের ঘটনা ঘটে। এমন কলহের জের ধরে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। নিহত স্বামীর বয়স আনুমানিক ৩১ বছর এবং স্ত্রী বয়স ২৯। মৃত তিন শিশুর বয়স যথাক্রমে ৩, ৯ এবং ১১ বছর।

ঘটনার দিন ভোরে গুলির শব্দ শুনে এক প্রতিবেশী ৯১১ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ৬ জনকে মৃত উদ্ধার করেন।

আইএনবি/বিভূঁইয়া