টাঙ্গাইল প্রতিনিধি: স্ত্রীর পরকীয়ায় অভিমানে টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজাপুর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত জাহাঙ্গীর গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের সঙ্গে উপজেলার অজুর্না ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ে লাভলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে বসবাস করতো। পরে ওই রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সঙ্গে পরকীয়ায় জড়ান স্ত্রী লাভলী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
নিহতের বড় ভাই সাঈদ জানান, জাহাঙ্গীর আলমের স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে সালিশ-বৈঠক হয়েছে। বৈঠকে আমিনুরকে পরকীয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু সেই টাকা নেয়া হয়নি। এরপরও তাদের সম্পর্ক অটুট ছিল। স্ত্রী পরকীয়া থেকে না ফেরায় অভিমানে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া