আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে শুধু নিজেই পরিষ্কার থাকলেই চলবে না, পরিষ্কার রাখতে হবে আশপাশের সবাইকে, এলাকার পরিবেশকে। এ কথা ভেবেই হয়তো ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েছেন ভারতের কর্ণাটকের এক মন্ত্রী।
কয়েক মাস আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘স্বচ্ছ ভারত’ প্রচারণা শুরু করলেও কোনো প্রচারণায় ছিলেন না কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রী। তবে করোনা মোকাবিলায় নিজের মনের তাগিদেই স্ত্রীকে নিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে নেমেছেন এই মন্ত্রী।
তাদের রাস্তা ঝাড়ু দেওয়ার ছবি প্রথম শেয়ার করেন বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার বি এইচ অনিল কুমার। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এই ছবি সমাজকে অনেক বড় বার্তা দেবে।
এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ছবিটি। সবাই প্রশংসা করেন মন্ত্রীর এমন কাজ। সূত্র : দ্য ওয়াল
আইএনবি/বিভূঁইয়া