স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই স্কুলের শিক্ষক সাইফুল ইসলামকে (৩০) বুধবার বিকেল ৪টার দিকে পুলিশ গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারতারকৃত সাইফুল ইসলাম এক সন্তানের জনক ও চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের মাসম আলীর পুত্র।

গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, ২ বছর আগে সাইফুল ইসলাম খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ওই ছাত্রীটিকে স্কুলের অদূরে তার নানার বাড়িতে প্রাইভেট পড়াতেন। গত ডিসেম্বরে বিভিন্ন প্রলোভনে ছাত্রীটিকে সে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী মানুসিকভাবে ভেঙ্গে পড়ে। সে তার ডায়রিতে ধর্ষণের বিষয়টি উল্লেখ করে আত্মহননের সিদ্ধান্ত লিপিবদ্ধ করে। তার মানুসিক অবস্থার কথা সহপাঠিরা জানতে পেরে বুধবার দুপুরে বিষয়টি প্রধান শিক্ষককে জানান।

আমিনুর রহমান আরো জানান, আমি ছাত্রীটিকে নিয়ে ইউএনওর সাথে সাক্ষাত করলে তিনি বিস্তারিত শুনে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ইতিপূর্বে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম আরেক ছাত্রীকে ধর্ষণ করেছিলো। ঘটনাটি তখন স্থানীয়ভাবে ধামাচাপা দেয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া