হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ রোববার সকালে গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে স্কুলছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দোকানে থাকা কর্মচারী ভায়রা ফারুক হোসেন (২৮) পলাতক রয়েছে।
নিহত মারুফ হোসেন রিয়াদ (১৬) কচুয়া উপজেলার গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনকে আটক করেছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি।
নিহত রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জানতে পেরেছি। এছাড়া রিয়াদের চাচা শাকিল (১৮) প্রায় দুইমাস আগে একটি ব্যাচলাইট নিয়ে বিরোধে ছুরি দিয়ে রিয়াদকে আঘাত করে। তখন হাসপাতালে নিয়ে সেলাই দেয়া হয়। থানাও একটি অভিযোগ দিয়েছি।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইএনবি/বিভূঁইয়া