ক্রীড়া ডেস্ক: সৌদি আরবের রিয়াদ আল আজিজিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় একটি আকর্ষণীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন রিয়াদস্থ বল্লভপুর সূর্যমুখী প্রবাসী একাদশ বনাম- রিয়াদস্থ বাংলাদেশর প্রবাসী সকল জেলা একাদশ।
উক্ত খেলা রিয়াদস্থ বাংলাদেশ প্রবাসী ফুটবল একাদশ কে ( ৬- ৮) গোলে হারিয়ে জয় লাভ করেন রিয়াদস্থ বল্লভপুর সূর্যমুখী প্রবাসী ফুটবল একাদশ।
প্রবাসী শ্রমিকদের উপস্থিতিতে একটি আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
বল্লভপুর সূর্যমুখী প্রবাসী একাদশের টিম পরিচালক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন ভূঁইয়া এবং টিম ম্যানেজার দায়িত্ব ছিলেন এম এম বি মুরসালিন।।।
বল্লভপুর প্রবাসী একাদশের অধিনায়ক ছিলেন মুন্সী আবু বকর সিদ্দিক।।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।