সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত

সিলেট প্রতিনিধি: শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীদের বিদেশ পাঠানো বন্ধ করতে অনেকে বলছে। তবে নারীদের অধিকার রয়েছে বিদেশে চাকরি করার। শোনা যাচ্ছে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের ওপর অত্যাচার হয়, নির্যাতন হয়। আমরা নির্যাতিত লোকদের সেবা করতে চব্বিশ ঘণ্টার হটলাইন খুলেছি। আমরা নির্যাতিতদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি। কিন্তু সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের দাবি অযাচিত।’

তিনি বলেন, ‘অনেক সময় বাসাবাড়িতে কী হয় সেই তথ্য আমরা পাইনা। নির্যাতিতরা মামলা করলে আমরা ব্যবস্থা নিতে পারি। তবে অনেকে মামলা করে না। আমরা একজন মানুষেরও অস্বাভাবিক মৃত্যু হোক, সেটা চাই না। তবে অনেকের স্বাভাবিক মৃত্যুও হয়।’

আইএনবি/বিভূঁইয়া