আন্তর্জাদিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন বলেছেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বিষয়টি বৈধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাহা মিথ্যা বলেছেন।
গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দসিকে হত্যার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত শুক্রবার ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, জেনারেল সোলাইমানি আমেরিকার দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলেন। তাকে হত্যা করা না হলে তিনি এসব দূতাবাসে হামলা চালাতেন। ট্রাম্প এ দাবি করলেও এর স্বপক্ষে তিনি বিস্তারিত এবং বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেন নি।
এ সম্পর্কে মঙ্গলবার রাতে আইওয়াতে ডেমোক্র্যাট দলের বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেন ট্রাম্পের এসব কথার সমালোচনা করে বলেন, “খুব খোলামেলা বললে আমি মনে করি, জেনারেল সোলাইমানিকে হত্যার ব্যাপারে তিনি যে কারণ দেখিয়েছেন তা মিথ্যা।”
জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি থেকে ভিন্ন কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, বৃহত্তর কৌশল ঠেকাতে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তবে একেবারেই ভিন্ন কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তিনি বলেছেন, চারটি দূতাবাসে হামলার পরিকল্পনার ব্যাপারে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।
পার্সটুডে
আইএনবি/বিভূঁইয়া